কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর ‘কালা কানুন’ বাতিল করবে: রাহুল

হাথরস গণধর্ষণ-হত্যা কাণ্ডের জেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল কৃষক বিল বিরোধী প্রতিবাদ-প্রতিরোধ।

সেই হাথরসের নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেই ফের কৃষক বিলের অস্ত্রে শান দিলেন রাহুল গাঁধী।

পঞ্জাবে তিন দিনের ট্রাক্টর র‌্যালির সূচনা করে আশ্বাস দিলেন, ক্ষমতায় এলে মোদী সরকারের কৃষি সংক্রান্ত তিনটি ‘কালা কানুন’ বাতিল করবেন।

বৃহস্পতিবার হাথরসের রাস্তায় মাঝপথ থেকে ফিরিয়ে দিয়েছিল যোগী আদিত্যনাথের পুলিশ। রবিবার অবশ্য হাথরসে যেতে তেমন বেগ পেতে হয়নি রাহুলদের।

নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন দীর্ঘক্ষণ। এর পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ছোটেন পঞ্জাবের মোগায়।

রবিবার ‘ক্ষেতি বাঁচাও যাত্রা’ নামে তিন দিনের ট্রাক্টর র‌্যালি শুরু হচ্ছে সেখান থেকেই। সেই কর্মসূচির সূচনা করে ফের তিনটি কৃষি বিলের বিরুদ্ধে দলের প্রতিবাদ-বিক্ষোভকে সামনে নিয়ে এলেন রাহুল।

মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা জানিয়ে রাহুল এ দিন বলেন, ‘‘আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখনই কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, এই কালা কানুন বাতিল করব।

’ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘‘ওঁদের (বিজেপি-র) একমাত্র উদ্দেশ্যই হল ন্যূনতম সহায়ক মূল্য বাতিল করা।

কংগ্রেস কখনও এটা করতে দেবে না।’’ ন্যূনতম সহায়ক মূল্য, খাদ্যশস্য সংগ্রহ ও কৃষিপণ্যের পাইকারি বাজারকে দেশের ‘তিন স্তম্ভ’ বলেও এ দিন উল্লেখ করেন রাহুল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31