ব্রেকিং নিউজঃ

সেনাবাহিনীকে দুর্বল করতে নওয়াজকে সহায়তা করছে ভারত, অভিযোগ ইমরানের

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে নওয়াজ শরিফ ‘ভয়ানক খেলা’ খেলছেন বলে অভিযোগ তুলেছেন ইমরান খান।

এক টিভি সাক্ষাৎকারে দেশটির সাবেক  প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান।

নওয়াজের পেছনে ভারতের ইন্ধন আছে বলেও মন্তব্য করেছেন ইমরান খান।

নওয়াজ লন্ডন থেকে সম্প্রতি ইমরান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি তীব্র সমালোচনাও করেছেন।

গত নির্বাচনে ইমরানকে জিতিয়ে এনেছে আসলে সেনাবাহিনী-এ কথা বলতেও পিছপা হননি নওয়াজ।

প্রধানমন্ত্রী ইমরান গত বৃহস্পতিবার পাকিস্তানের সামা টিভির সাংবাদিক নাদিম মালিককে সাক্ষাৎকার দেন।

সেখানেই নওয়াজের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ইমরান। গত শুক্রবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

নওয়াজ শরিফ পাকিস্তানের অন্যতম বিরোধী রাজনৈতিক দল মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা। তাঁর বিরুদ্ধে পাকিস্তানে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গত নভেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর দেশে ফেরেননি পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী। যদিও তিনবারের কোনবারই মেয়াদ পূরণ করতে পারেননি তিনি।

ইমরান বলেছেন, তাঁর সরকারের সঙ্গে সেনাবাহিনীর এখন বোঝাপড়া ‘ইতিহাসের সবচেয়ে সেরা’ অবস্থায় আছে। কারণ প্রতিটি প্রতিষ্ঠান এখন যে যার মতো কাজ করতে পারছে।

তিনি বলেন, ‘নওয়াজ শরিফ এক ভয়ানক খেলা খেলছেন। আলতাফ হোসেনও (যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া নেতা) এই খেলা খেলতেন।

আমি শতভাগ নিশ্চিত, নওয়াজকে ভারত সহযোগিতা করছে।’

ইমরান ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের সেনাবাহিনী দুর্বল হলে লাভ কাদের? আমাদের শত্রুদের। নওয়াজ আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্‌গার ছড়াচ্ছেন।

তাঁকে ক্ষমতায় আনতে সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে নওয়াজের অভিযোগ উড়িয়ে দেন ক্রিকেটার থেকে রাজনীতিক ও পরে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। তিনি বলেন, ‘দেশের ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি যে পাঁচটি আসন থেকে নির্বাচনে জিতেছি।

আর নওয়াজ ও জুলফিকার আলী ভুট্টোর মতো আমি সেনাবাহিনীর নার্সারিতে বেড়ে উঠিনি।’

ইমরান বলেন, ‘লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন; পুরো মুসলিম বিশ্ব জ্বলছে, আমরা কেন নিরাপদ? আমাদের সেনাবাহিনী না থাকলে দেশ তিন ভাগ হয়ে যেত। ভারতের থিংক ট্যাংক বলেছে, তারা পাকিস্তানকে ভাঙতে চায়।’

গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলন হয়। এই সম্মেলনের আয়োজক ছিল দেশটির আরেক রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

ওই সম্মেলনে নওয়াজ শরিফসহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা অংশ নেন। তবে অন্য দলের নেতাদের চেয়ে তাৎপর্যপূর্ণ ছিল, বৃহৎ দুই দল পিপিপি ও পিএমএলের শীর্ষ নেতৃত্বের এক সভায় আসা।

আর সেই সঙ্গে সরকারবিরোধী অবস্থানে এককাট্টা হওয়ার ইঙ্গিত। ওই সম্মেলনে এবং গত ১ অক্টোবর নিজ দলের নেতাদের সঙ্গে আরেক সভায় অনলাইনে যুক্ত হয়ে, ইমরান সরকারের কঠোর সমালোচনা করেন নওয়াজ।

দুবারই তিনি বলেন, সেনাবাহিনীই ২০১৮ সালের নির্বাচনে ইমরান সরকারকে জিতিয়ে এনেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31