ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রী: কর্মক্ষেত্রে নারী থাকবে ৫০ শতাংশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো মনযোগী হতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে বৈশ্বিক উদ্যোগ নিতে হবে।

নারীর স্বার্থে যে অঙ্গীকার করেছে রাষ্ট্রগুলো সেটা নবায়ন এবং এ সংক্রান্ত জাতিসংঘের প্রচেষ্টা আরো জোরদার করতে হবে।

বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তর আয়োজিত এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। গত কয়েকদিন ধরে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন।

এরই ফাঁকে ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ থাকবে ৫০ শতাংশ। এ ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

শেখ হাসিনা আরো বলেন, প্রতিটি নারীই সম্ভাবনাময় এবং তাদের প্রত্যেকের কাছ থেকে বিশ্ব উপকৃত হতে পারে। তবে সেজন্য তাদের দিকে মনযোগী হতে হবে।

করোনাভাইরাসের কারণে যেসব নারী শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রণোদানার ব্যবস্থা করতে হবে। মূলত আয় ও কর্মসংস্থানের মাধ্যমেই ক্ষমতায়ন সৃষ্টি হয়, তাই নারীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31