ব্রেকিং নিউজঃ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ ডব্লিউএইচওর

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় তিন কোটিতে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র; দেশটিতে আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় ৬৮ লাখ আর ভারতে ৫০ লাখ। এদিকে, মহামারির মধ্যেই শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৬৮ লাখ মানুষ করোনার সংক্রমণের শিকার হয়েছে; মৃতের সংখ্যাও দুই লক্ষাধিক। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দৃঢ় মানসিকতার মধ্য দিয়েই করোনাভাইরাস মোকাবিলা করতে হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের বিজ্ঞানী ডক্টর স্কটকে আমি সফল বলব। তাঁর দক্ষতাতেই ডিসেম্বরের আগে বাজারে আসবে করোনার ভ্যাকসিন। অথচ বিরোধীরা চাইছে না, নির্বাচনের আগে ভ্যাকসিন আসুক।’ রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।
এদিকে, করোনা মহামারির মধ্যে শুরু হওয়া জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটির মহাপরিচালক আন্তোনিও গুতেরেস ঐক্যের ডাক দিয়েছেন।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। কিন্তু চলমান করোনা মহামারির কারণে আমরা নতুন সংকটের মুখে রয়েছি। বৈশ্বিক ঐক্যের মাধ্যমে এই সংকট দূর করতে হবে।’
দেশে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে—এমন প্রসঙ্গ টেনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘শিশুদের নিরাপদ রাখার দায়িত্ব কেবল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার বা পরিবারের নয়; এটা আমাদের সবার দায়িত্ব। এখনো ঝুঁকি কেটে যায়নি; বরং মহামারি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। তাই শিশুদের শিক্ষা দিতে হবে কীভাবে নিরাপদ থাকবে তারা, কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31