ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে। তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি পদক্ষেপ না নেয়, তাহলে রাশিয়া ও চীন এটা দখল করে নেবে।’

বার্তা সংস্থা এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, খনিজসম্পদে সমৃদ্ধ ডেনিশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আর্কটিকে রাশিয়া ও চীনের সামরিক কার্যক্রম বেড়ে গেছে।

তিনি আরো বলেন, ‘আমরা যদি গ্রিনল্যান্ড না নিই, তাহলে রাশিয়া বা চীন দখল করে নেবে। আর আমি তা হতে দেব না।’ ট্রাম্প এ মন্তব্য করলেও কোনো দেশই বিশাল এই দ্বীপের দাবি করেনি।

ট্রাম্প বলেন, আমরা ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ডের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী, কিন্তু যেভাবেই হোক আমরা গ্রিনল্যান্ড পাব।

ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা দ্বীপটি নিয়ে ট্রাম্পের হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে। দ্বীপটি উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যে কৌশলগত ভূমিকা পালন করে এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে।

১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ থাকা গ্রিনল্যান্ড ২৬ বছর পরে স্বায়ত্তশাসন লাভ করে এবং ভবিষ্যতে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক আরো শিথিল করার কথা ভাবছে।

গ্রিনল্যান্ডের জনসংখ্যার বিশাল অংশ এবং রাজনৈতিক দলগুলো বলেছে, তারা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে চান না এবং গ্রিনল্যান্ডবাসীরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ দৃষ্টিভঙ্গি ট্রাম্প বারবার চ্যালেঞ্জ করেছেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘গ্রিনল্যান্ডের উচিত চুক্তি করা। কারণ, গ্রিনল্যান্ড চায় না (তাদের ভূখণ্ড) রাশিয়া বা চীন দখল করুক।’

তিনি গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থাকে উপহাস করে বলেন, ‘আপনারা জানেন তাদের প্রতিরক্ষা কী, দু’টি কুকুরের স্লেজ। অন্যদিকে রাশিয়া ও চীনের রয়েছে সর্বত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ ও সাবমেরিন।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বলপ্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করে, তাহলে তা ৮০ বছরের ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সম্পর্ক ধ্বংস করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

January 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031